মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক জনাব মোঃ জিল্লুর রহমান কর্তৃক মুক্তি কক্সবাজার  এর কার্যক্রম পরিদর্শন।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক জনাব মোঃ জিল্লুর রহমান কর্তৃক মুক্তি কক্সবাজার এর কার্যক্রম পরিদর্শন।

গত ১৪ই জানুয়ারী, ২০২৪ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) হতে আগত প্রতিনিধি জনাব মোঃ জিল্লুর রহমান, পরিচালক এবং তার সাথে জনাব মোঃ মিনহাজুল ইসলাম, উপপরিচালক মুক্তি কক্সবাজার কতৃর্ক কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নে বাস্তবায়িত ‘ কৈশোর কর্মসূচী’র অধীনে কিশোর—কিশোরী ক্লাবের কার্যত্রুম পরিদর্শন করেন।  অতিথিদের  সন্মানার্থে ছোট পরিসরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মেধা ও মননে সুন্দর আগামী ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  উক্ত অনষ্ঠানের আয়োজন করা হয়।  উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মো : জিল্লুর রহমান, পরিচালক, মাক্রোক্রেডিক রেগুলেটরি অথরিটি(এমআরএ)। অনষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৈশোর বয়স প্রতিটি মানুষের ভবিষ্যৎ গঠনের জন্য খুবই মূল্যবান একটি সময় তাই সু—নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই এবং সকল কিশোর—কিশোরীদের পড়া—লেখার প্রতি যত্নবান হতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি কৈশোর কর্মসূচী কার্যক্রমের ভূয়োষী প্রশংসা করে বলেন, মুক্তি ককস্বাজার কিশোর—কিশোরীদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে তাদের জীবন মান এবং নৈতিক মূল্যবোধ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মিনহাজুল ইসলাম, উপপরিচালক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। তিনি কিশোর—কিশোরী ক্লাবের সদস্যদের বিভিন্ন কর্মকান্ডে  অংশগ্রহণের বিবরণ জেনে খুবই মুগ্ধ হন। তিনি বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তকে নিজেকে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমেও অন্তভূক্তর্ হয়ে নিজেদেরকে বিকশিত করতে হবে। তাই সুস্থভাবে জীবন—যাপন করতে উন্নয়নমুলক কর্মকান্ডের পাশাপাশি খেলাধূলা চলিয়ে যেতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দ লুৎফুল কবির চৌধুরীর, ডেপুটি চীফ—এক্সিকিউটিভ, মুক্তি ককস্বাজার তিনি বলেন, কিশোর—কিশোরী ক্লাবের সদস্যদের কর্মকান্ড তাদের মেধা, নেতৃত্বের গুনাবলী এবং মূল্যবোধের বিকাশ ঘটাবে এবং সেইসাথে অনৈতিক কর্মকান্ড থেকে নিজেদেরকে বিরত রেখে নানাবিধ সামাজিক অপরাধ ও অবক্ষয়সমূহ থেকে মুক্ত রাখতে পারবে। পাশাপাশি জীবন দক্ষতা, নৈতিক শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী আন্দোলন, নারী নির্যাতন প্রতিরোধ, শিশু ও প্রবীণ বান্ধব পরিবার গড়ে তুলতে বিষেশ ভূমিকা রাখবে। 


Contact with Us

Mukti Cox's Bazar is dedicated to helping people. Who wish to be successful in life. Contact us without hesitation if you wish to be self-sufficient in your life.

Contact Now